বিতর্কের মাঝেই ‘দ্য কেরালা স্টোরি’ করমুক্ত করল হরিয়ানা

‘দ্য কেরালা স্টোরি’ হরিয়ানায় করমুক্ত। ছবিটি নিয়ে বিতর্কের মধ্যে বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই সুসংবাদ ঘোষণা করেছেন। এর আগে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডও ‘দ্য কেরালা স্টোরি’-এর স্ক্রিনিংয়ে কর ছাড়ের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, এই ছবিটি আরও 37টি দেশে মুক্তি পেতে চলেছে- অভিনেত্রী আদা শর্মা নিজেই সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছেন। তবে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ছবিটি এখনও বাংলায় নিষিদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই রাজ্যে ছবিটি নিষিদ্ধ করেছে।

‘দ্য কেরালা স্টোরি’ 5 মে, নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বিতর্কের ঝড়ের মধ্যেও এই ছবিটি বক্স অফিসে জমজমাট ব্যবসা করছে। এর পরিমাণ ইতিমধ্যেই ৬০ কোটি ছাড়িয়েছে। বুধবার এক টুইট বার্তায় অ্যাডা এই খবর ঘোষণা করেন। আদা লিখেছেন, “আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই ছবিটি দেখছেন, যারা এই ছবিটি নিয়ে কথা বলছেন, যারা এটি ট্রেন্ড করছেন এবং যারা আমার কাজের প্রশংসা করছেন। এই ছবিটি আগামী সপ্তাহান্তে, 12 মে আরও 37টি দেশে মুক্তি পেতে চলেছে।” যদিও বলিউড অভিনেত্রী এখনও প্রকাশ করেননি ‘দ্য কেরালা স্টোরি’ কোন দেশে মুক্তি পাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা ছবিটিকে সমর্থন করেছেন এবং অন্যান্য রাজ্যকেও এটি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বাংলা এবং শাসক তৃণমূল ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছে এই ভয়ে যে এটি রাজ্যে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারে। যদিও পরিচালক এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছেন, ছবি না দেখে নিষিদ্ধ করাটা শিশুসুলভ আচরণ। এই ছবির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সবাই ছবিটি দেখছে। কংগ্রেস ও বিজেপি শাসিত রাজ্যেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। পশ্চিমবঙ্গতেই শুধু বাদ। কিন্তু তামিলনাড়ুতেও ছবিটি ‘নিষিদ্ধ’ হয়নি। প্রদর্শকদের সাথে একটি সমস্যা আছে।”