ফের আবার হামলার কবলে আমেরিকা

একের পর এক হামলা চলছে। বিগত বেশ কিছুদিন ধরে হামলা চলেই যাচ্ছে। চলতে থাকা এই হামলা নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি হচ্ছে সরকারের ওপর। কিছুতেই যেন থামার নামই নিচ্ছে না বন্দুকবাজের হামলা। প্রায় প্রতিদিনই আমেরিকার কোথাও না কোথাও হামলা চালাচ্ছে বন্দুকবাজের দল। ফের বন্দুকবাজের আকস্মিক হামলায় প্রাণ গেল ৫ পড়ুয়াসহ ৬ জনের।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। পুলিশ সূত্রে খবর, সেন্ট্রাল মেক্সিকোর ব্যারন কমিউনিটিতে এই হামলা চালিয়েছে বন্দুকবাজরা। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জন কিশোর-কিশোরির, সঙ্গে একজন ৬৫ বছরের বৃদ্ধার। অন্যদিকে জানা যাচ্ছে মৃত ওই পাঁচ কিশোর-কিশোরীদের সকলেরই বয়স ১৬-১৮ বছরের মধ্যে।

পুলিশ আধিকারিকরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন আচমকাই মঙ্গলবার সেন্ট্রাল মেক্সিকোর ওই কমিউনিটিতে হামলা চালায় বন্দুকবাজরা। এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট গুয়ানাজুয়াতো প্রদেশের মেয়র সিজার প্রিয়েতো জানিয়েছেন, ‘ কয়েক ঘণ্টা আগেই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গেছে। সশস্ত্র বন্দুকবাজের হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন।’

উল্লেখ্য সাম্প্রতিককালে বন্দুকবাজের হামলা কার্যত দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে আমেরিকায়। গত সপ্তাহেই একের পর এক বন্দুকবাজের হামলা কমপক্ষে ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কখনও স্কুলের সহপাঠীদের লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি, কখনও আবার কৃষ্ণাঙ্গ হত্যার শিকার হয়েছেন আমেরিকায় বসবাসকারী কৃষ্ণাঙ্গ নাগরিকরা। এই সমস্ত ঘটনার কারণে রীতিমতো চাপ বাড়ছে বাইডেন প্রশাসনের উপর।

আমেরিকার আগ্নেয়াস্ত্র আইন প্রসঙ্গে পরিবর্তন আনার দাবি ক্রমশ আরও জোরালো হচ্ছে এই সমস্ত হামলার ঘটনার কারণে। দিন কয়েক আগে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকেও বন্দুকবাজের হামলা নিয়েও তোপ দাগতে দেখা গিয়েছিল। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও আমেরিকার অস্ত্র আইন নিয়ে দিন কয়েক আগে একাধিক প্রশ্ন তুলেছিলেন। এমতাবস্থায় বন্দুকবাজদের হামলা রুখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহন করে কিনা এখন সেটাই দেখার।