বিগত বেশ কিছুদিন ধরে বেশ খানিকটা অস্বস্তির মধ্যেই ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ, অবশেষে মিলল স্বস্তি। জমি জট নিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিশ্বভারতীর জায়গা তাকে ছেড়ে দিতে হচ্ছে না। হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করেছেন বিশ্বভারতীর জায়গা খালি করার নোটিসের উপর।
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, অমর্ত্য সেনের মামলা জেলা জজ কোটে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে জানান যে আগামী ৬ই মের মধ্যে ফাঁকা করে দিতে হবে বিশ্বভারতীর জায়গা।
কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নোটিসের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ চরমে উঠেছে বেশ কিছুদিন ধরেই। অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ জোর করে অমর্ত্য সেনকে জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। এমনকি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বলেন, জোর করে যদি অমর্ত্য সেনকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হয় তাহলে তার বাড়ির বাইরে শান্তিপূর্ণ ধর্না দেওয়া হবে।