তাকে নিয়ে বহু বিতর্ক হলেও রুজিরা কিন্তু কোনো কথাই বললেন না

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অবশেষে মিলল মুক্তি। ইডি দফতর থেকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই তলব নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

এদিন রুজিরার জিজ্ঞাসাবাদ নিয়ে নবান্ন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একান্তই আমার বাড়ির ব্যাপার। এ নিয়ে আমি কিছু বলব না। রুজিরা স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ভাল মেয়ে, শান্ত মেয়ে। ও নিজেরটা নিজেই বলবে।’

তৃণমূলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারকে আটকাতেই তাঁর স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। পাল্টা বিজেপির বক্তব্য, কী উদ্দেশে দুবাই যাচ্ছিলেন রুজিরা? পালানোর চেষ্টা করছিলেন না তো? যদিও যাঁকে ঘিরে এই বিতর্ক, তিনি একটি কথাও বলেননি। শুধু মুখে লেগে ছিল স্মিত হাসি।