মুখ্যমন্ত্রী চুপ থাকলেও ডিএ প্রসঙ্গে এল বড় মন্তব্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি।

হতাশ হয়ে পড়ছেন আন্দোলনকারীদের একাংশ। এরই মধ্যে এবার সামনে এল বড় আপডেট। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা- মন্ত্রীদের নিয়ে একটি মেগা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডিএ নিয়ে তিনি এবারেও নিশ্চুপ।

তবে মুখ্যমন্ত্রী মুখ না খুললেও তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়েক এবার DA প্রসঙ্গে বড় মন্তব্য করলেন। জোর গলায় তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পক্ষে। তিনি একবারও বলেননি যে, দেবেন না। রাজ্যের এই অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও তিনি ডিএ দিয়েছেন। মাননীয়া কর্মী দরদী মানুষ। ছুটি থেকে শুরু করে মাসের পয়লা তারিখে বেতন দেওয়া, সরকারি কর্মীদের পক্ষে একাধিক কাজ করেছেন।”