কয়েক লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলেও রাজুর দাবি তিনি নির্দোষ

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। রাজ্যে একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সম্প্রতি চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

গত সপ্তাহের শুক্রবার রাজুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। শনিবার রাজু সাহানিকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোলের সিজিএম আদালতে। তবে রাজু দাবি করছেন যে তিনি নির্দোষ। তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন।

হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাট থেকে মিলেছে প্রায় ৮০ লক্ষ টাকা। তার ফ্ল্যাট কিভাবে এলো এত টাকা, এত টাকা তিনি কোথায় পেলেন, এই টাকার উৎস কী, সেই ব্যাপারে কিছুই জানাতে পারেননি রাজু। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।

গোয়েন্দা সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ অর্থই নয় রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। সেখানেও তিনি কিছু টাকা পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, টাকা ছাড়াও রাজুর বাড়ি থেকে উদ্ধার হয় দেশি পিস্তল।

এদিকে এই গ্রেফতারির পরই তৃণমূল সরকারকে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলার মানুষ চাইছেন এইসব নিয়ে তদন্ত দ্রুত শেষ হোক। আর এই তদন্তের ফলেই আস্তে আস্তে অর্ধেক দলটাই জেলে চলে যাবে। অনেক নেতা-মন্ত্রীরাও জেলে যাবেন বলে দাবি করেছেন দিলীপ।