কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত

আচমকাই ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দিলো দেশের বেশ কিছু অংশে৷ ভয়াবহ ভাবে কম্পনের ফলে কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত, তবে স্বস্তি যে ক্ষয়ক্ষতি হয়নি তেমন কিছু৷ রাজধানী দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানায়৷ দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কেঁপে উঠেছে মাটি৷ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অন্যতম প্রধান জেএল গৌতম জানিয়েছেন, আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরাল ভূকম্পন হয়েছে৷

ভূকম্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এমনিতেই ভূমিকম্প প্রবণ। সেখানে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের জেরেই ভূমিকম্প হয়েছে। হিমালয় অঞ্চলে ভূগর্ভস্থ ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেটের মধ্যে রেষারেষির জেরে এই পার্বত্য অঞ্চল অতি মাত্রায় ভূমিকম্পপ্রবণ হয়ে উঠেছে।আফগানিস্তানের এই কল্পনের প্রভাব পড়েছে ভারতেও৷