ধর্মীয় গুরু হিরন্ময় গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগ

শিলিগুড়িতে ধর্মীয় গুরু হিরন্ময় গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাটি বুধবার রাতে শিলিগুড়ি সাউডাঙ্গী সংলগ্ন এলাকায় তিনি যখন চার চাকা গাড়ি করে শিষ্য বাড়ি থেকে বাড়ি থেকে ফিরছিলেন তখনই একটি বাইকে ২জন দুষ্কৃতী গাড়ির উপরে হামলা চালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানায় লিপিবদ্ধ করা হয়। অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।