জোর করে চাঁদা তোলার অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে দিনহাটা শহরের প্রধান সড়ক সহ অলিতে গলিতে। চাঁদা না দেওয়ার কারণে ভেঙে ফেলা হলো যাত্রীবোঝাই বোলেরো গাড়ি কাঁচ। এই ঘটনার জেরে উত্তেজনা চরমে ওঠে দিনহাটায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের আটিয়াবাড়ী সংলগ্ন ভাংনি মোড় এলাকায়। জানা গিয়েছে স্থানীয় এলাকায় কালীপুজোর চাঁদার জন্য বেশ কয়েকজন যুবক দিনহাটা নয়ারহাট মেইন রোড এলাকায় চাঁদা সংগ্রহ করছিল। সেই সময় দিনহাটা থেকে নয়ারহাট এর দিকে একটি যাত্রীবোঝাই বোলেরো গাড়ি যাচ্ছিল সেই গাড়িতে চাঁদার দাবি করে যুবকরা। কিন্তু দাবি মত চাঁদা না মেলায় কথা কাটাকাটি শুরু হয় এরপর উত্তেজিত যুবকরা ঢিল মেরে বোলেরো গাড়ির কাঁচ ভেঙে দেয়। আশেপাশের লোকজন ছুটে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানা থেকে আইসি সুরজ থাপার নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। উত্তপ্ত পরিস্থিতির জন্য যান চলাচল আটকে যায় বেশ কিছুক্ষণ। এরপর উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার পাশাপাশি যেইসব যুবকরা চাঁদ আর জোর জুলুম করছিল তাদের চিহ্নিত করে বেশ কয়েকজন যুবককে আটক করে পুলিশ। বর্তমানে এলাকা থমথমে রয়েছে।
Related Posts
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল
মাথাভাঙ্গা শহরের একটি মলে এইদিন সকালে অগ্নিকাণ্ড ঘটে।জানা গেছে সকালবেলায় সকাল শপিং মলেরই দুইজন কর্মীর মধ্যে একজন টেকনিশিয়ান শপিংমলের ভেতরে ইলেকট্রিকের কাজ করছিল হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে।এর ফলে দুইজন কর্মী গুরুতর আহত হয়।আহত দুই কর্মীকে মাথাভাঙ্গা হাসপাতালে…
সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল
মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং…
পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির
বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা।বিজেপির অভিযোগ মিথ্যে মামলা দিয়ে ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছে পুলিশ।এই ঘটনার প্রতিবাদে…