বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা, আধিকারিক।
এবার এবার দলেরই এক নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে থানায় গেলেন তৃণমূলের আর এক নেতা। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদারগোদা গ্রামে, গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য মধুসুদন ভঞ্জ দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই আরেক নেতার বিরুদ্ধে।
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানান, ‘২০১৯ সালে এক সমবায় ব্যাঙ্কে গ্রুপ ডি পদে লোক নেওয়া হচ্ছিল। সেই সময় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন গোপাল মাইতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার থেকে ১২ লক্ষ টাকা নেন ওই ব্যক্তি।’ যদিও দলের নেতার এই অভিযোগ একেবারেই মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা গোপাল মাইতি।