আবুতারায় রাতের অন্ধকারে ষাঁড়গরু পাচারের অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার গভীর রাতে আবুতারায় রাতের অন্ধকারে চলছিল ষাঁড়গরু পাচারের চেষ্টা। হাতেনাতে ধরল পুজো কমিটি। পুজো কমিটি তৎপর হয়ে গাড়ির ড্রাইভার সহ উদ্ধার হওয়া গরুটিকে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের আবুতারা এলাকায়। ঘটনার বিবরণে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু সামনেই দুর্গাপুজো তাই তারা রাত জেগে ছিল আর তখনই তাদের চোখে পড়ে একটি ছোট পিকআপ গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দেখে সাধারণ গরু মনে হলেও পরবর্তীতে তারা দেখেন এটি ষাঁড় গরু। তারপর গাড়ির ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তার কথায় অসঙ্গতি মেলার ফলে তারা গাড়িটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে দিনহাটা চৌধুরীহাটের বাসিন্দা ওই গাড়ির ড্রাইভার জানান তাকে হাটের গরু পরিবহনের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে যখন সেখানে তিনি গিয়ে দেখতে পান সেটি ষাঁড় গরু তৎক্ষণাৎ তিনি সেটা নিতে অস্বীকার করেন। কিন্তু যারা তাকে ডেকেছিল তারা একপ্রকার জোর করেই তার গাড়িতে সেই গরুটি তুলে দেয়। ইতিমধ্যেই গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের আবুতারায় পাচাররত অবস্থায় ষাঁড় গরু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
Related Posts
কোচবিহারের জেলা বিজেপি পার্টি অফিসে বিজয়া সম্মেলনি
দুর্গাপূজো শেষ ,চলছে বিজয় সম্মেলনে। এই বিজয়া সম্মেলনিকে সামনে রেখে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে দেখা গেল একাধিক নেতা কর্মীদের ভিড় উপস্থিত দেশের স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং অন্যান্য বিধায়কেরাও,সেই…
মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল
মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান…
সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল
মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং…