বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের ভয়-ভীতি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণে আহত হয় বিজেপির ২৬ মন্ডল সহ সভাপতি গজেন চন্দ্র বর্মন, অভিজিৎ বর্মন সহ বেশ কয়েকজন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলেই পাল্টা অভিযোগ আনা হয়েছে।
বিজেপির ২৬ মন্ডল সভাপতি কমল চন্দ্র বর্মন জানান, কালমাটি এলাকায় দলের সম্মেলন ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে এই সম্মেলনের দিন তারিখ ঠিক হয়। সেইমতো দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সম্মেলন স্থলে আসতে শুরু করলে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয় মারধর করে। এতে আহত হয় মন্ডল সহ-সভাপতি সহ কয়েকজন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অবশেষে আমরা সম্মেলন করতে পেরেছি। ভয় ভীতি প্রদর্শনের পাশাপাশি গোটা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে।তৃণমূলের বামনহাট দুই অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় জানান, তৃণমূলকে কালিমালিপ্ত করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বিজেপি।
নিজেদের গোষ্ঠীদ্বন্দকে ধামাচাপা দিতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। ওই দলে কর্মী নেই তাই পঞ্চায়েত ভোটের আগে কিভাবে প্রচারে আসা যায় তা নিয়ে বিভিন্ন রকম অভিযোগ তোলার চেষ্টা করছে তৃণমূলের বিরুদ্ধে।