উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভান্ডারীর বিরুদ্ধে। ওই ছাত্রী বোটানি বিভাগের জুনিয়র রিসার্চ স্কলার। এই ঘটনার প্রতিবাদে বুধবার ক্লাস বয়কট করে বোটানি বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্র-ছাত্রী এবং গবেষকরা।

অভিযোগ, অভিযুক্ত বিভাগীয় প্রধান একাধিকবার ওই ছাত্রীকে নানাভাবে যৌন নির্যাতন করেছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যদি সে এই বিষয়টি কাউকে জানায় তাহলে তার ভবিষ্যৎ তিনি নষ্ট করে দেবেন। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, UGC ও শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানান নির্যাতিতা ছাত্রী।
অন্যান্য রিসার্চ স্কলাররা জানান, অভিযুক্ত শিক্ষক এর আগেও এইধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগকারী সঠিক প্রমাণ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ে না থাকায় তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।