বড় দুর্নীতির অভিযোগ, ইডির তরফ থেকে পাঠানো হল নোটিশ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অভিযোগ, নুসরাত সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি রিয়েল এস্টেট সংস্থার অধিকর্তা ছিলেন। আর সেই সংস্থাটি নাকি ফ্ল্যাট বিক্রির নামে বহু মানুষকে প্রতারনা করেছে। মোট ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঐ প্রতারণার টাকা দিয়েই নাকি দক্ষিণ কলকাতায় এক বিলাসবহুল আবাসন নিজের নামে করেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। এখন দেখার, ইডি-র তদন্তে আর কত জলঘোলা হয় গোটা ঘটনার।