বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে চলছে একের পর এক মামলা। এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে জল।
২০২২ থেকে শুরু করে ২০২৩ এর অক্টোবর। এখনও খোলেনি নিয়োগ দুর্নীতির জট। এবার পুজোর আগেই রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শীর্ষ আদালতে শেষে হবে বলে ইঙ্গিত দিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। ছুটির মধ্যেই রায়ের কপি লিখে ফেলতে চান তারা।
পুজোর ছুটি শুরুর আগেই সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ করার ইঙ্গিত দেন বিচারপতি বসু। বিচারপতি বসু জানান, তারা পুজোর আগেই বঙ্গের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে চান। বিচারপতির মন্তব্যে আশার আলো দেখছে বঞ্চিতরা।