সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল সংগঠিত হলো সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন-ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক,খেতমজুর সমূহের ডাকে।এদিন মোট ১২থেকে ১৩দফা দাবিতে এই মিছিল সংঘটিত করা হয় বলে জানা যায়। মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় বলে জানা যায়।যেখানে জনসম্মুখে একাধিক দাবি তুলে ধরা হয় এদিন।পাশাপাশি এদিন এই মিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শিলিগুড়ির হিলকার্ট রোড ধরে এআরভিউ মোড়ে এসে এই মিছিল সমাপ্ত হয় এবং সেখানে প্রতিবাদ জানানো হয় ও পরে শিলিগুড়ি,মহকুমা পরিষদে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় যেখানে তাদের সমস্ত দাবি লেখা থাকে।এদিন এই মিছিলের মধ্য দিয়ে যে দাবিগুলি তুলে ধরা হয় তার মধ্যে মূলত হল,কেন্দ্রীয় সরকারের কালা শ্রমকোড বাতিল করা,কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া,ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধি করা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা,চা শ্রমিকদের ন্যায্যমজুরি ও বাসস্থান দেওয়া সহ আরো বেশ কিছু দাবি এদিন জানানো হয়।পাশাপাশি শুধু শহর শিলিগুড়িতেই নয় এ দিন দেশের ৫০০টি জেলায় এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বলে জানা যায়।
Related Posts
State Health Department called meeting with drug rehabilitation center owners in Siliguri
Siliguri, 06 September (Retd.). The state health department on Friday called a meeting with the owners of drug rehabilitation centers in Darjeeling district. This session took place at the State Guest House in Siliguri.During the meeting it came to light…
For the renovation of Baribhasa Road the state government has allocated funds to the Siliguri Jalpaiguri Development Authority (SJDA)
Siliguri, 22nd December: In recent developments, the state government has allocated funds to the Siliguri Jalpaiguri Development Authority (SJDA) for the renovation of Baribhasa Road. On Friday, SJDA Chairman Sourabh Chakraborty revealed the information through a press conference at Siliguri…
Temporary workers of NBMCH stage protest over deprivation of salary
A protest staged by the temporary employees of North Bengal Medical College & Hospital at the hospital premises, regarding their salaries being deprived for the past three months came to notice. Group D workers of NBMCH are temporarily recruited through…