দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। এবার মোদি সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বড় সুখবর। কেন্দ্রের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আরও ১০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ সবমিলিয়ে ৩০০ টাকা ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দাম হ্রাসের ফলে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াবে ৬২৯ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৯০৩ টাকা।
আগস্ট মাসে দাম কমার আগে দিল্লির বাসিন্দারা এলপিজি সিলিন্ডার কিনছিলেন ১,১০৩ টাকা দিয়ে। বর্তমানে মুম্বাইতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯০২.৫ টাকা। সিলিন্ডারের দাম ২০০ টাকা কমার পর চেন্নাইতে বর্তমান দাম দাঁড়িয়েছে ৯১৮.৫ টাকা।