লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী নভেম্বর মাসে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
ওই ইস্তেহারে রয়েছে কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের বিষয়। কৃষকদের প্রতি একরের জন্য ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে কমিয়ে ৪০০ টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও, এই সুবিধা পাবেন বিপিএল ও সাংবাদিকরা।
শারীরিকভাবে অক্ষম মানুষদেরকে প্রতিমাসে দেওয়া হবে ৬,০০০ টাকা। এছাড়াও, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১১৯ টি স্কুল তৈরি করার বিষয়টি সামনে আনা হয়েছে। রাজ্যের গরিব মানুষের সামাজিক সুরক্ষা যোজনার ক্ষেত্রে প্রতিমাসে ২,০১৬ টাকার পরিবর্তে দেওয়া হবে ৫,০০০ টাকা।