আসন্ন পঞ্চায়েত ভোটের আগে কয়েক কোটির বরাদ্দ কেন্দ্রের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের আগে রাজ্যকে চলতি অর্থবর্ষে মোটা টাকার আর্থিক বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্র।

বাংলার জন্য মোট ৭ হাজার ৫২৩ কোটি টাকার মূলধনী বিনিয়োগ প্রস্তাবে শিলমোহর দিয়েছে নির্মলা সীতারামনের মন্ত্রক। সূত্রের খবর, ‘মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যগুলিকে বিশেষ সাহায্য ২০২৩-২৪’-এর আওতায় এই অনুমোদন দিল দিল্লি।

পশ্চিমবঙ্গর পাশাপাশি আরও ১৫টি রাজ্যের জন্য আর্থিক বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। সেই তালিকায় রয়েছে বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাট, হরিয়ানা, অরুণাচল, হিমাচল, কর্নাটক, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু ও তেলঙ্গানার, মধ্যপ্রদেশ, মিজোরামের মতো রাজ্য। এই অর্থ সংশ্লিষ্ট রাজ্যগুলি নিজেদের স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা, সেচ, বিদ্যুৎশক্তি উৎপাদন, জল সরবরাহ, সড়ক যোগাযোগ ও সেতু এবং রেল যোগাযোগের উন্নতির ক্ষেত্রে ব্যবহার করতে পারে।