ফের লোকালয়ে চিতাবাঘ, চা শ্রমিকের উপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য

চিতা বাঘের হানায় আহত এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাতকাটা অঞ্চলের লেবু ডাঙ্গা এলাকায়। এদিন সকালে হঠাৎই চিতা বাঘ চা বাগানে কাজ করতে আসা এক চা শ্রমিকের উপরে আক্রমণ করে বলে দাবি। জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে এবং কোতোয়ালী থানার পুলিশকে। ঘটনার পর খবর ছড়িয়ে পড়তেই মুহুর্তের মধ্যে এলাকাবাসীর ভিড় জমে যায় সেই চিতা বাঘ দেখতে।

এলাকাবাসীরা জানান, এই এলাকায় আগে এরকম কোন চিতা বাঘ দেখা যায়নি হঠাৎই চিতাবাঘ এসে পড়ায় তারা আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালী থানার পুলিশ ও বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা এসে এলাকা ঘুরে দেখেন এবং খাঁচা বসানোর ব্যবস্থা করছেন তারা।
এলাকাবাসীরা জানান, আহত ব্যক্তির নাম গোপাল দাস বয়স ৩৫ এই এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন থেকে এই চা বাগানে তিনি কাজ করেন বলে জানান। এলাকাবাসীদের বক্তব্য হঠাৎই এরকম ঘটনায় এলাকার সকলে আতঙ্কে রয়েছেন।