মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

পূর্ব অনুমান অনুযায়ী সম্প্রতি বদল এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায়। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকার পক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে।

মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন এই আসন বিন্যাসের কারণে প্রশ্ন জেগেছে যে, মুখ্যমন্ত্রী মমতার পাশে আসছেন কে?

ট্রেজারি বেঞ্চে এতদিন পার্থ চট্টোপাধ্যায়ের আসনটি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে। এবার সেই আসনে কে বসবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ মনে করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বসতে পারেন, আবার কারোর ধারণা অন্য কেউ।

কিন্তু আদতে কে, সেটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আসলে সংশ্লিষ্ট বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় ছাড়া এতদিন ফিরহাদ হাকিমের আসন নির্দিষ্ট ছিল। তাই সেখান থেকেই অনুমান তিনিই আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরাদের জায়গা নিতে পারেন।

ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেলের ‘পয়লা বাইশ’ সেল ওয়ার্ডের দু’নম্বর সেল৷ শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত সচিব এবং অফিসার অন স্পেশাল ডিউটিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে নবান্ন। কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাঁর ব্যক্তিগত সচিব ডব্লিউবিসিএস আধিকারিক সুকান্ত আচার্য এবং অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর কথা জানানো হয়েছে।