অবশেষে চিন্তা দূর হল কলকাতাবাসীর জন্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আসন্ন পূজোর আগেই উদ্বোধন হল নবনির্মিত টালা সেতুর, রাজ্য সরকার ও রেল দপ্তর ছাড়াও খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের নানান পরীক্ষা নিরীক্ষার পর এই টালা সেতু উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, এই টালা সেতুর এমনভাবে নকশা প্রস্তুত করা হয়েছে যাতে এর স্থায়িত্ব ১০০ বছর পর্যন্ত হতে পারে। নতুনভাবে ব্রিজ উদ্বোধন করে তিনি জানান, এটা পুজোর আগের উপহার। কিন্তু এই ব্রিজ নতুন করে খুলতে এত দেরী কেন হল? মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরনো সেতুটি ভাঙতে কিছুটা বেশি সময় নিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতিও একটি বড় কারণ এটি তৈরি হতে দেরী হওয়ায়।
তবে তিনি এও জানান, মোট ৫০৪ কোটি টাকা খরচ এই সেতুর পুনর্নির্মাণে। রেলকে ৯০ কোটি টাকা দিতে হয়েছে। এতদিন এই ব্রিজ বন্ধ থাকার কারণ বড় মাত্রায় ঝক্কি পোহাতে হচ্ছিল উত্তর কলকাতার অধিকাংশ মানুষকে। সেই চিন্তা দূর হল।
২০১৯ সালে পুজোর আগে ওই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দিয়ে সরকারি সংস্থা রাইটস জানায়, টালা সেতু ভেঙে নতুন নির্মাণ প্রয়োজন। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ‘হেমন্ত সেতু’ বা টালা ব্রিজ। যদিও সরকারের তরফ থেকে জানান হয়েছে, বড় গাড়ি আপাতত চলবে না সেতুতে, ছোট গাড়ি চলবে। পুজোর পর যান চলাচল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।