হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।

যদিও গতকালই সেই ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে ভিন্ন পন্থার কথা ভাবছে তৃণমূল। বাড়ি ঘেরাও নয় তবে প্রতীকী কর্মসূচি চলবেই।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা তুলে ধরা হবে। এটা তো কারও বাড়ির দরজায় যাওয়া নয়। তাই সেই কর্মসূচি হবে।” দলের একাংশ জানিয়েই দিল সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে।