ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও ।পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও। ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে গভীর রাতে বৃষ্টি কে উপেক্ষা করেই প্রায় ১২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি। এছাড়াও বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে দেয়। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। জানা যায় গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় আধ ঘন্টা তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Related Posts
Jaldapara Forest Department start tree planting initiative for greenery
Alipurduar, August 10: In an important step towards environment conservation, the Jaldapara National Park Authority has launched a tree plantation drive aimed at enhancing the greenery of the forest. Celebrated during the Van Mahotsav festival during the monsoon season, this…
Alipurduar University Vice Chancellor heavy injured in road accident
Alipurduar, May 11: Alipurduar University Vice Chancellor (VC) Professor Rathin Banerjee met with a serious accident during his visit to Siliguri on Saturday afternoon.Reports suggest that Vice Chancellor Rathin Banerjee was going from Alipurduar to Siliguri by road when his…
Jaldapara National Park reopens after remaining closed for three months
Alipurduar, Sep 16: Jaldapara National Park reopened for tourists today after remaining closed for three months.Visitors will once again be welcomed to the forest from Monday, marking the return of popular activities such as vehicle safaris and elephant safaris.After the…