ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও ।পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও। ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে গভীর রাতে বৃষ্টি কে উপেক্ষা করেই প্রায় ১২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি। এছাড়াও বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে দেয়। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। জানা যায় গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় আধ ঘন্টা তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Related Posts
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল।
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মেঘনাৎ সাহা নগড় এলাকায় শুক্রবার সকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০ টি বুনো হাতির দল। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। এদিন সকালে…
Jaldapara National Park reopens after remaining closed for three months
Alipurduar, Sep 16: Jaldapara National Park reopened for tourists today after remaining closed for three months.Visitors will once again be welcomed to the forest from Monday, marking the return of popular activities such as vehicle safaris and elephant safaris.After the…
আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা পড়ল সিবিআইয়ের
আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার সকালে তৃপ্তিকণার সূর্যনগরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। প্রায় ৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় এদিন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই আধিকারিক। গত ৭ অক্টোবর আর্থিক দুর্নীতির মামলায় আলিপুরদুয়ার…