বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ED।
বাবার পর গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। মেয়ের গ্রেফতারির পর আর নিজেকে আটকে রাখতে পারলেন না অনুব্রত। বিচারক অনুব্রতকে জিজ্ঞেস করেন কেমন আছেন? উত্তরে নিচু কণ্ঠে অনুব্রত বলেন, “একদম ভাল নেই। একদম না।”
মামলার সম্পর্কে কেষ্টকে বিচারপতি জিজ্ঞেস করলে জবাবে অনুব্রত বলেন, “মামলা চলছে। আদালত চাইলে তাকে আসানসোলে ফেরত পাঠাতে পারে।” অনুব্রতর সব কথা শুনে বিচারপতি বলেন, তিনি অনুব্রত মণ্ডলের কথা শুনলেন ঠিকই। কিন্তু এ সব কথা অর্থহীন। আদালতের কাছে শুধুমাত্র কাগজেরই মূল্য রয়েছে। অন্যদিকে, আপাতত অনুব্রত কন্যাকে পাঁচদিনের ইডি হেফাজতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিকরা।