চার বছর পর খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আজ থেকে বিগত চার বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনা ভাইরাসের আতঙ্ক কলকাতায় আরও একবার চোখ রাঙাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো সম্প্রতি বাংলাতেও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতি KP.2-র।

ইতিমধ্যেই বাংলায় এই করোনার নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন। তাদের মধ্যেই রয়েছেন বাংলার ৩০ জন। ইতিপূর্বে মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে করোনার দাপট কমলেও তা যে পুরোপুরি বিলুপ্তি হয়নি তা আরো একবার প্রমাণিত।