দাদার পর এবার তার সতীর্থকে নিয়ে শুরু হলো জল্পনা

গত বছর বিধানসভা ভোটের আগে জল্পনার শুরু হয়েছিল বাংলার দাদাকে নিয়ে। সেই সময় যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা হতে শুরু করেছিল, তাতে মনে করা হয়েছিল তিনি যোগ দিতে পারেন রাজনীতির মঞ্চে। এবার তাঁর এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়কে নিয়েও জল্পনা সৃষ্টি হল। সেই সময়ে মনে করা হয়েছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ কিন্তু তেমনটা হয়নি। তবে এবার আবার সেই একই রকম কৌতূহল বাড়ছে ভারতীয় ক্রিকেটের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। সম্প্রতি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিও ভাইরাল। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা।

চলতি বছরের শেষে হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন। তারপর রয়েছে কর্ণাটক নির্বাচন। তার আগে দ্রাবিড়ের সঙ্গে নাড্ডার এই ছবি বিরাট কৌতূহল সৃষ্টি করছে। তবে কি সৌরভের মতো একই জিনিস ঘটতে চলেছে? দ্রাবিড় কি তবে বিজেপির ঘনিষ্ঠ হতে শুরু করেছেন? যদিও সৌরভ না বিজেপিতে গিয়েছিল না বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হয়েছেন প্রত্যক্ষভাবে। কিন্তু বাংলা বিধানসভায় এই নিয়ে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। অনেকের মতে, কর্ণাটক নির্বাচনের আগে দ্রাবিড়কে নিয়ে ঠিক এমনই পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি শিবির। জানা গিয়েছে, আগামী ১২ থেকে ১৫ মে ধর্মশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটি আয়োজিত হবে। সেখানে দলের জাতীয় নেতৃত্ব ছাড়াও হিমাচলপ্রদেশের নেতারা তো থাকবেনই, এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও এই অনুষ্ঠানে অংশ নেবেন।