দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই- বাস পরিষেবা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই- বাস পরিষেবা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কোচবিহার- আলিপুরদুয়ার এবং কোচবিহার-দিনহাটা রুটে ই-বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে সবুজ সংকেত দিয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই চার্জিং স্টেশন সহ ই-বাস কেনার বরাদ্দ চেয়ে পরিবহন মন্ত্রকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ই- বাস পরিষেবা শুরুর আবেদন রাজ্যের পরিবহণ দপ্তরে করা হয়েছিল। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সবুজ সংকেত দিয়েছেন। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে চারটি বাস দিয়ে পরিষেবা চালু হতে চলেছে। কোচবিহারে এর জন্য একটি চার্জিং পয়েন্টও হতে চলেছে। উত্তরবঙ্গে এই প্রথম পাবলিক ই- বাস পরিষেবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চালু করতে চলেছে বলে জানান পার্থপ্রতিম রায়।