ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

কোনো প্রাণহানি না হলেও, একের পর এক ভূমিকম্প হয়ে চলছে আফগানিস্তানে। কিন্তু এবার একটি নয় জোরালো ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পাকিস্তান সহ ভারতের একাংশ। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তার জেরে দিল্লি-সহ উত্তর ভারতের কিছুটা অংশে কম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও কোনও হতাহতের খবর আসেনি। গত রবিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং এনসিআর। সেই ঘটনাতেও হতাহত হয়নি। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে পরপর ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে, এদিন রাত ৮টা নাগাদ আফগানিস্তান ভূমিকম্প হয় এবং তার প্রভাব পড়েছে জম্মু-কাশ্মীরেও। আফগানিস্তানের ফৈজাবাদে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলেই জানা গিয়েছে। এদিকে গত রবিবার ভারতে যে কম্পন হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জরে মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে স্বস্তি একটাই, কোনও প্রাণহানির খবর নেই এই ঘটনায়।