পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের।

দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান। এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল, আটা, এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা। এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে দিন গুজরান করে আসা অসহায় শ্রমিকেরা।

রেশন না পেয়ে আন্দোলনে সামিল রাজ কুমার নায়ক বলেন, “আমাদের পরিমাণে কম রেশন দেওয়া হয়, যাতে পরিবারের পেট ভরে না। আজ তাই রেশন গুদামে তালা লাগিয়ে দিয়েছি। অপরদিকে, বন্ধ রায়পূর চা বাগানের শ্রমিক তথা এলাকার তৃনমূল দলের গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রধান হেমব্রম জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে আমাদের প্রাপ্য রেশন দেয় না খাদ্য দপ্তর, এবারেরও চাহিদার তুলনায় কম পাঠিয়েছে রেশনের চাল, আটা। আমরা এক বারে সাড়া মাসের নির্দ্ধারিত ৩৫ কেজি চালই চাইছি।”