আইনি জালে আটকে প্রভাসের আদিপুরুষ

‘আদিপুরুষ’-এ প্রভাসকে দেখা যাবে শ্রী রামের ভূমিকায় এবং বলিউড তারকা সাইফ আলি খান তার বিপরীতে রাবণের ভূমিকায় দেখা যাবে। তবে এই সিনেমার টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়ে। তবে এবার পোস্টারকে কেন্দ্র করে সিনেমা নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় ফের আলোচনায় এসেছে ‘আদিপুরুষ’।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের বিরুদ্ধে মামলা করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি নামে এক ব্যক্তি। মামলাকারী দাবি করেন তিনি সনাতন ধর্মের প্রচারক। তার পক্ষে মুম্বাই হাইকোর্টের আইনজীবী আশীষ রায় এবং পঙ্কজ মিশ্র সাকিনাকা থানায় মামলাটি করেন। ভারতীয় দণ্ডবিধির 295 (A), 298, 500, 34 ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলার বিবৃতি অনুসারে, পোস্টারটিতে শ্রী রামকে একটি পোশাকে চিত্রিত করা হয়েছে যা রামচরিতমানসের স্বাভাবিক চেতনা ও প্রকৃতির বিপরীত। তা ছাড়া রামায়ণের সব চরিত্র পৈতা ছাড়া দেখানো হয়েছে। হিন্দুধর্মে পায়তা পরার বিশেষ তাৎপর্য রয়েছে, যা বহু শতাব্দী ধরে পুরাণের উপর ভিত্তি করে সনাতন ধর্মের অনুসারীরা পালন করে আসছে। এগুলো লঙ্ঘন করে সিনেমার নির্মাতা ওম রাউত হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন।

এর আগেও এই সিনেমা নিয়ে বিতর্ক হয়েছে। সে সময় সিনেমা বয়কটের দাবি ওঠে।

রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। তিন ভাগে মুক্তি পাবে ছবিটি। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ। এর প্রথম অংশ 16 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।