তিন দিনে দুবার হামলা। অনেকটা টি-২০ ক্রিকেট ম্যাচের মতো আর কি। ‘বন্দে ভারত এক্সপ্রেস’ এর মতো সেমি হাইস্পিড ট্রেনে পরপর এই হামলায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার মুখ খুলেছেন কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী।
ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন “অন্যায় হয়েছে। এটা আমাদের দেশের সম্পত্তি এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। আমরা এই ঘটনার নিন্দা করছি। যারা এই কাজ করছে তাদের চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার শাস্তি দিক এটাই আমরা চাই।পশ্চিমবঙ্গের প্রশাসকের যে দুরবস্থা এটাই তার প্রমাণ।”
বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার মাধ্যমগ্রাম সুভাষ ময়দান থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন অধীর।