নেওয়া হবে না অতিরিক্ত ভাড়া

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। আপাতত কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীদের শেষ মেট্রোয় অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত কারণে আপাতত স্থগিত রাখা হল শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত।

এরসাথে অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কলকাতা মেট্রো এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে অবশ্য উল্লেখ করা হয়নি কবে থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যাত্রীদের এই অতিরিক্ত ভাড়া গুনতে হবে ১০ ডিসেম্বর থেকে।

তবে মেট্রো কর্তৃপক্ষ প্রযুক্তিগত কারণে আপাতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসল। যাত্রীরা আগের মতোই নির্দিষ্ট ভাড়া প্রদান করেই যাতায়াত করতে পারবেন রাত ১০ টা ৪০ মিনিটের শেষ মেট্রোয়। তবে আগামী দিনে যেকোনো মুহূর্তে যে অতিরিক্ত সারচার্জ বসানো হতে পারে সেই বিষয়েও স্পষ্ট করে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।