ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে বাড়তি জোর

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাড়তি জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের অশোকনগর পত্রিকার লোগো উদ্বোধন করে এই কথা জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।

ওমপ্রকাশ মিশ্র বলেন, “রাজ্য সরকারের ভাষা ও সাহিত্য বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে অশোকনগর পত্রিকার পরিচালন কমিটির সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে যুক্ত করা হবে।”