কারচুপি অভিযোগের কারণে এবার শীর্ষ তালিকা থেকে সরে গেলেন আদানি

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে, নতুন বছরের শুরু থেকে যেন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পপতি গৌতম আদানির। কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। তৃতীয় স্থান থেকে নামতে নামতে চলতি সপ্তাহে বিশ্বের ধনীতম ব্যক্তিদের ২০ জনের তালিকা থেকেও ছিটকে গেলেন শিল্পপতি।

গত ৩১ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ধনী ১০ জনের মধ্যে থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। তিন দিনের মধ্যে আরও বড় পতন হল তাঁর। কারচুপি করে সংস্থার শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠার পর থেকেই হু হু করে নামতে শুরি করে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১২৫ বিলিয়ন ডলার সম্পত্তি খুইয়েছেন আদানি। এটাই আপাতত সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড হয়েছে শিল্প গোষ্ঠীর জন্য। ২০২২ সালে আদানি পিছনে ফেলে দিয়েছিলেন চিনা ধনকুবেরকে। এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি এক সময়।

রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশের ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। আদানির পতন ঘটতেই আরও একবার হারানো মুকুট ফিরে পেলেন কিলায়েন্স কর্তা৷ পাশাপাশি বিশ্বের ধনীতম তালিকার প্রথম দশেও ঢুকে পড়েছেন তিনি। মুকেশ আম্বানির সম্পত্তি পরিমাণ ৮২ বিলিয়ন ডলার।