সক্রিয় তদন্তকারী সংস্থা, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার আরও তিন

বিগত বেশ কিছু বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলাতে আরও তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।

প্রায় ৪ বছর ধরে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়লা পাচারের শিকড়ে পৌঁছনোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কয়লা পাচার মামলার সূত্রে ECL-র প্রাক্তন জিএম সহ অমিত কুমার ধর সহ দু’জন কয়লা কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

এরপর তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করে CBI। ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ CBI আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এরপর তদন্তের মোড় কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।