গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে জর্জরিত কেষ্ট৷ অসুস্থতার দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার সিআইডি গ্রেফতার করল এক এনামুল ঘনিষ্ঠকে। তার নাম জানেরুল শেখ।

জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলআইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এই গ্রেফতারির পর বিএসএফ নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দাবি করা হয়েছে, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের কয়েক জনের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলেন এই জানেরুল।

সূত্রের খবর, বিএসএফের হাতে ধরা পড়া দাবিহীন গরুগুলিকে মৃত দেখিয়ে সেগুলি পাচার করা হত। বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘটাতেন এই জানেরুল। তিনি এনামূল ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে তদন্তকারী অফিসাররা।

এও খবর মিলেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ২ হাজার গরু পাচার করে এই জানেরুল যা বিএসএফের হাতে ধরা পড়েছিল। রাজ্য পুলিশের সাহায্যেই কাজ করা হত বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই পাচার হওয়া গরুগুলিকে মৃত বলে দেখানো হয়েছে। এই তথ্য জানার পরেই সন্দেহ হয় গোয়েন্দাদের। সেই প্রেক্ষিতেই তাঁরা তদন্ত শুরু করে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত, সেটাই খতিয়ে দেখার চেষ্টা চালানো হয়েছে।

আপাতত জানা গিয়েছে, রবিবার ধৃতকে বহরমপুরে সিআইডির বিশেষ আদালতে তোলা হয়েছিল। আদালত এই জানেরুল শেখকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।