পরম্পরা মেনে রাজ আমলের কোচবিহারে বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো

রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা।কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের রীতিনীতি মেনে। প্রতিবছর নিষ্ঠার সঙ্গে পুজিত হয় বড় দেবী। রাজ আমলে এই পুজোয় রাজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেও বর্তমানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বড় দেবীর পূজো। ষষ্ঠীর বিশেষ পুজোয় এদিন উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সহ কোচবিহারের সাধারণ ভক্তরা।