রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দেউদেখা সম্পন্ন হলো বড়দেবী মন্দিরে। সোমবার সকালে নিয়ম নিষ্ঠা মেনে বড় দেবীর মন্দিরে দেউ দেখা সম্পূর্ণ হয়। এদিন এই বিশেষ রীতিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ দুয়ার বক্সি থেকে শুরু করে প্রচুর ভক্ত ভিড় জমান। রাজ আমলের রীতিনীতি মেনেই বড় দেবীর পূজা হয়ে থাকে প্রত্যেক বছরই। দেও দেখার মাধ্যমে এই পূজা সম্পন্ন হলে পরে জানান কোচবিহারের দুয়ার বক্সী অভয় কুমার বক্সী। রাজ ঐতিহ্য এবং পরম্পরা কে প্রাধান্য দিয়ে ৫০০ বছরের বেশি পুরনো এই পুজোয় গোটা কোচবিহার সহ নিম্ন আসাম এবং পার্শ্ববর্তী জেলার মানুষ একত্রিত হন প্রতিবছর। প্রতিপদ থেকে ঘট স্থাপনের মাধ্যমে বড় দেবীর পূজার সূচনা হয়েছে।
Related Posts
সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক
অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য…
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ
সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন…
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক পুত্রের
জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারির পুত্র চিকিৎসক হীরকজ্যোতি অধিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন। জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি নিজে বাড়িতে তার বাবার সাথে বসে ছিলেন। হঠাৎ করে হীরকজ্যোতি অধিকারী…