আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব হস্তান্তরিত হলো

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বারংবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা।

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে ইডির অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তার বদলে এবার সেই জায়গায় এলেন মুকেশ কুমার।

বিচারপতির নির্দেশের পরই ইডি নতুন তদন্তকারী অফিসার মুকেশ কুমার দায়িত্বে এসেছেন। কোন পথে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত এগোবে সেই নিয়ে তদন্তকারী অফিসারদের পাশাপাশি দিল্লি-র সদর দফতরের আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন। মুকেশ কুমার ছাড়া আরও একজন তদন্তকারী অফিসারকে এই মামলার সঙ্গে যুক্ত করা হবে। যিনি মুকেশবাবুর সহযোগী হিসাবে কাজ করবেন।