প্রায় পঞ্চান্ন কেজি বাজি উদ্ধার হল বজবজ থেকে

বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে।পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে।

ঘটনার পরই রবিবার রাতভর এলাকায় চলে ডায়মন্ড হারবার পুলিশের অভিযান। আটক করা হয়েছে বহুজনকে। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ বাজি ও বাজি তৈরির বারুদ। বিস্ফোরণের ঘটনার পর সোমবার সকাল থেকে এতটাই উত্তেজনা ছড়ায় যে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে।

সূত্রের খবর প্রায় ৩৭ হাজার কেজি বেআইনি বাজি ও বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পরে এই পরিমান গিয়ে দাঁড়ায় ৫৫ হাজার কেজি। ঘটনায় বেচু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। খুব শীঘ্রই বাজি ক্লাস্টার তৈরি করে নিয়মিত নজরদারি রাখার পরিকল্পনাও করছে সরকার।