বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। সম্প্রতি এগরায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার পুনরাবৃত্তি ঘটলো বজবজে। এরপর আবার দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। এবার সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিস। তবে এখনও ফেরার মূল অভিযুক্ত শেখ সফিক।
ধৃতদের আদালতে তোলা হলে বিচারক দুজনের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এদিকে দুবরাজপুরের বিস্ফোরণের রেশ কাটার আগেই কাঁকড়তলা গ্রামে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হল। কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১০-১২টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটি থলি ভরতি বোমা উদ্ধার হয়।
ঘটনাস্থল চারিদিক ঘিরে রেখেছে কাঁকরতলা থানার পুলিস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে আসছে সিআইডির বোম ডিসপোজাল টিম। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, এই বোমা মজুতের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে কাঁকরতলা থানার পুলিস।