পরবর্তী শুনানি পর্যন্ত ঝুলে রইল অভিষেকের ভাগ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে ওঠার পরই শুনানি তার বেঞ্চে হওয়া উচিত কি না, এই নিয়ে প্রশ্ন তোলে ইডি। বিচারপতি মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন এবং আইনজীবীকে মামলার ভবিষ্যত নির্ধারণ না হওয়া পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিতে বলেন।

এরপর কেন্দ্রের অতিরিক্ত সলিসিটির জেনারেল তথা ইডির আইনজীবী এসভি রাজু আদালতে মৌখিক প্রতিশ্রুতি দেন, নতুন বেঞ্চে মামলা না যাওয়া পর্যন্ত বিচারপতি ঘোষের গত শুক্রবারের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই।