বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন অভিষেক

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ অথচ তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইডি৷ ইডির এই নির্দেশে স্থগিতাদেশ চেয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, আগামী ৩ থেকে ১০ জুন তাঁকে যেন ডাকা না হয়৷ বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে শুনানির সম্ভাবনা৷ 

২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক ছাড়াও গুরুতর আহত হয়েছিলেন তাঁর কয়েক জন নিরাপত্তারক্ষী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার করা হয়।