রাজ্যে কয়লা পাচারকাণ্ডে তৎপর হয়ে উঠেছে ইডি। এই তৎপরতায় তলব পড়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জিজ্ঞেসাবাদের তলবে দিল্লিতে ইডির দফতরে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যখন তিনি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। এর পর তিনি একদিকে যখন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি হারাবেন বলে হুঙ্কার দেন, অন্যদিকে, বাংলা বিধানসভা নির্বাচন ইস্যু টেনে খোঁচা দেন পদ্ম শিবিরকে। ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসই হারাবে বিজেপিকে! চমকপ্রদ তথ্য দিয়ে বলেন, এখনও ২৫ জন বিধায়ক লাইনে দাঁড়িয়ে রয়েছে।
এদিন অভিষেক বলেন, তিনি প্রথমদিন থেকেই বলে আসছেন যে তার বিরুদ্ধে যদি বিজেপির কাছে কোন প্রমাণ থাকে তাহলে সেটা সবার সামনে আনুক তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এভাবে ধমকে এবং চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, এই ভাবে তাদের মাথা নিচু করানো যাবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই হেনস্থা করা হচ্ছে। তবে তাঁর বক্তব্য, আগামী দিনে তৃণমূল কংগ্রেস হারাবে বিজেপিকে, যে সমস্ত রাজ্যের বিজেপি গণতন্ত্র হত্যা করেছে সেই সব রাজ্যে যাবে তৃণমূল, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে তারাই হারাবেন। তাঁর কথায়, বিজেপি যত খুশি ইডি, সিবিআই, আয়কর দফতর লাগিয়ে নিতে পারে, কিন্তু তাঁরা মাথা নিচু করবেন না। কারোর ক্ষমতা থাকলে তাঁদের আটকাক। রাজনৈতিকভাবে বিজেপি তাদের হারাতে পারছে না বলে এই পন্থা অবলম্বন করছে কিন্তু তাতেও কোনো লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে আরো রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিল বাংলায় তা বলাই বাহুল্য।