রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত সপ্তাহে স্ত্রী রুজিরাকে সিবিআই জেরার দিনই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।
আজ ইডি ডাকলেও তিনি সাড়া দেবেন না বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই নিয়েই ইডিকে চিঠি লিখলেন নেতা। বঙ্গের নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের। মামলায় তদন্তের স্বার্থে নেতাকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
সূত্রের খবর শুধু কুন্তলের চিঠি নয়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডিকে লেখা তার চিঠিতে, অভিষেক লিখেছেন ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হয়ে গিয়েছে। দুটি বিষয় নিয়ে ব্যস্ততার জেরে আপাতত সময় বের করে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না তার।