বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার এজলাসের বাইরেও রাজ্য সরকার ও তৃণমূলের দিকে আঙ্গুল তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সরাসরি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণ কত? যদি সেটা তিনি সোশাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারেন তাহলে তার সমতুল নেতারা যারা রয়েছেন যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যরা, তাদের কাছেও একই অনুরোধ রাখব”।
বিচারপতি এও বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসাবেই এই রাজনৈতিক নেতাদের কত সম্পত্তি রয়েছে তা জানতে চান। উল্লেখ্য, বাংলার ইতিহাসে এর আগে কখনও হাইকোর্টের কোনও বিচারপতিকে এই ভাবে কোনও রাজনৈতিক নেতাকে এজলাসের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায়নি।