বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লাকাণ্ডে স্ত্রীকে আটকানোর জের, এবার সরাসরি মোদীকে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কয়লা পাচারকাণ্ডে একাধিকবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেহাই পাননি স্ত্রীও। কিছুদিন আগেই সন্তানদের নিয়ে বিদেশযাত্রার পথে বিমানবন্দরেও আটকানো হয় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তলবও করা হয় রুজিরাকে। এবার এই প্রসঙ্গ তুলেই মোদীকে তোপ অভিষেকের।
মোদীকে আক্রমণ করে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বলেন, “মনে রাখবেন, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আপনাকেও আমেরিকা যাওয়ার সময় কংগ্রেস আটকেছিল। সেই সময় বিদেশমন্ত্রক ছাড়পত্র দেয়নি। রাজনীতির ময়দানে আপনি লড়ুন আমার সঙ্গে। ব্যক্তিগত ভাবে যে ভাবে আমার স্ত্রী, শিশুসন্তানকে আক্রমণ করতে ছাড়েননি। এর জবাব মানুষ আপনাকে দেবে।”