সাময়িক ভাবে স্বস্তি পেল অভিষেক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট ও একুশে জুলাই নানা রকম কাজে ব্যস্ত থাকার মধ্যেই বড়সড় স্বস্তি মিলল অভিষেকের।

জানা গিয়েছে, আগামী সোমবার, অর্থাৎ ২৪ জুলাই পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ ইডি করতে পারবে না। এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ওই দিনই আদালতে অভিষেক সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রমাণ জমা দিতে হবে।

প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাইকোর্টে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নথি আছে ইডির কাছে। সে প্রসঙ্গে আগামী শুনানিতে সেইসব নথি আদালতে পেশ করার কথা বলেছেন বিচারপতি।