ইডি মামলায় সুপ্রিম কোর্টে বিশাল স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। একই সঙ্গে প্রয়োজনে বিদেশযাত্রাতেও কোনো বাধা নেই অভিষেকের। সোমবার ইডি মামলার শুনানিতে এই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। ইডির তরফে সলিসিটার জেনারেল অনেক কিছু বলার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। এই রায়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত তৃণমূল কংগ্রেস শিবির।
গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে একের পর এক বোমা ফাটিয়েছিলেন অভিষেক। সেদিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় ৫ পয়সার যোগাযোগ বের করতে পারলে ইডি- সিবিআইকে কিছু করতে হবে না তিনি নিজেই ফাঁসি কাঠে ঝুলবেন। একইসঙ্গে তিনি তীব্র আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বলেছিলেন, তিনিই ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পু। গরু- কয়লার টাকা সরাসরি তার কাছেই পৌঁছেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কেলেংকারী। তাকে কেন ডাকবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আজ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বঙ্গ বিজেপির নাম নেতাদের। যারা গঠনমূলক বিরোধীতা দূর নিজেদের গোষ্ঠীদ্বন্দেই জেরবার। যাদের কোনো সংগঠন নেই। ইডি- সিবিআই এর কাছে অক্সিজেন চাইছে। বাংলায় কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই। ভবিষ্যৎও নেই।